বরগুনা: বিয়ে মানে আনন্দের খবর। কিন্তু যদি সেটা কখনো ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে, তখন তা যে কী বিড়ম্বনার! সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন বরগুনা সদর উপজেলার সরোয়ার হোসেন (২৭)!
পরকীয়া প্রেমের টানে সাড়া দিতে গিয়ে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পশ্চিম হেউলিবুনিয়া গ্রামের মো. সরোয়ার হোসেন (২৭) শিকলে বাঁধা পড়েছেন।
তিনি একজন ন্যাশনাল সার্ভিস কর্মী।
শিকলে বাঁধা অবস্থায় সরোয়ার বাংলানিউজকে জানালেন, কিছুদিন ধরে একই এলাকার আজাহার সিকদারের মেয়ে এক সন্তানের জননী তাসলিমা বেগমের (২৫) সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে তিনি চুপি চুপি তাসলিমার ঘরে ঢুকে পড়েন। কিন্তু বিধিবাম! তাসলিমার পরিবার তা টের পেয়ে সরোয়ারকে ধরে ফেলে এবং তাসলিমার ঘরের উপরে (দোতলায়) খুঁটির সঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে রাখে।
এদিকে, সরোয়ার তার নিজের স্ত্রীকে কয়েকদিন আগে মারধর করে বাবার বাড়িতে তাড়িয়ে দিয়েছেন।
সরোয়ারের প্রেমিকা তাসলিমা বেগম বাংলানিউজকে জানান, এক বছর ধরে সরোয়ারের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক চলে আসছে। সরোয়ারের পরামর্শে ৭ সেপ্টেম্বর তিনি তার দুবাই প্রবাসী স্বামী আনিচকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এখন তিনি সরোয়ারের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান।
এ বিষয়ে বরগুনা থানার এসআই হানিফ বাংলানিউজকে জানান, সরোয়ারকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে, বিয়ের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত, তা জানা যায়নি!
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১