ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

১৭ বছরে বিমানে যোগ হবে ২৫ উড়োজাহাজ

ইশতিয়াক হুসাইন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১
১৭ বছরে বিমানে যোগ হবে ২৫ উড়োজাহাজ

ঢাকা: আগামী ২০২৮ সাল নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৬টি। অর্থাৎ ১৭ বছরে বিমানের ১১টি উড়োজাহাজের সঙ্গে যুক্ত হবে আরও ২৫টি অত্যাধুনিক উড়োজাহাজ।



বিমানের বহর পরিকল্পনা সূত্রে এ তথ্য জানা গেছে।  

বহর পরিকল্পনা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও ছয়টি উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা।

সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী এই উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হলে এবং ব্যবস্থাপনার মান উন্নত হলে রাষ্ট্রীয় পতাহাবাহী এয়ারলাইন্সের চিত্র বদলে যাবে আমূলভাবে। তবে বাস্তবতা ছিন্ন। এ বছরের মধ্যে বিমানে সর্বোচ্চ দুটি উড়োজাহাজ যুক্ত হতে পারে।

বর্তমানে বিমানের বহরে ১১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৩১৪ আসন বিশিষ্ট ডিসি-১০ রয়েছে চারটি, ২২০ আসনের এয়ারবাস তিনটি, ৮০ আসন বিশিষ্ট এফ-২৮ দুটি এবং ১৬২ আসনের বোয়িং ৭৩৭ রয়েছে দুটি। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ৫ বছরের জন্য ড্রাই লিজে আনা হয়েছে। আর একটি এয়ারবাস ড্রাই লিজে নেওয়া হয়েছে তিন বছরের জন্য। বাকিগুলো বিমানের নিজস্ব উড়োজাহাজ।
 
বহর পরিকল্পনা অনুযায়ী, এ বছর বিমান ৩৫০ আসন বিশিষ্ট পাঁচটি উড়োজাহাজ সংগ্রহ করার ছিল। এর সঙ্গে ২৭৫ আসনের দুটি, ১৮৫ আসনের আরও তিনটি উড়োজাহাজ যুক্ত হবে। কিন্তু বিমানের পরিকল্পনা ও বাস্তবতার সঙ্গে বিস্তর ফাঁরাক।
 
বহর পরিকল্পনা সূত্রে জানা গেছে, ২০২৮ সালের মধ্যে বিমান সবচেয়ে বেশি সংগ্রহ করবে ৩৫০ আসন বিশিষ্ট উড়োজাহাজ। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ করা হবে ২৭৫ আসনের উড়োজাহাজ। ২০২৮ সালের মধ্যে এ ধরনের উড়োজাহাজ কেনা হবে ১৬টি। বিমানের বহরে বর্তমানে ১৮৫ আসনের দুটি উড়োজাহাজ রয়েছে। এ দুটি বাদে আরও চারটি এ ধরনের উড়োজাহাজ কিনবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান।

সূত্র জানায়, বিমানে বর্তমানে ২২০ আসনের তিনটি এয়ারবাস উড়োজাহাজ রয়েছে। ধীরে ধীরে এ ধরনের উড়োজাহাজের সংখ্যা কমিয়ে ফেলা হবে। পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালে বহর থেকে একটি উড়োজাহাজ বাদ দেওয়া হবে এবং ২০১৬ সালের পর এই উড়োজাহাজ আর বহরে রাখা হবে না।

বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ সংযোজনের পাশাপাশি পুরাতন ডিসি-১০ ও এফ-২৮ উড়োজাহাজ বিদায় করা হবে। ২৭৫ আসন বিশিষ্ট উড়োজাহাজ রয়েছে দুটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বহর পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। আগামী নভেম্বরেই আসছে নতুন প্রজন্মের বোয়িং ৭৭৭। পরবর্তীতে বোয়িং ৭৩৭ ও বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজও বিমানের বহরে যুক্ত হবে। ’        

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।