ঢাকা: রাজধানী ঢাকার ১৮ হাজার ভিক্ষুককে ঋণ দিয়ে তাদের পুনর্বাসনের কাজ করেছে গ্রামীণ ব্যাংক। এর ৮০ শতাংশ ভিক্ষুক এরই মধ্যে ভিক্ষা ছেড়ে দিয়েছে এবং তাদের ঋণের অর্থও ফেরত দিতে শুরু করেছে।
ঋণের টাকায় এই ভিক্ষুকরা এখন নিজেদের ব্যবসা পরিচালনা করছে জানিয়ে ইউনূস বলেন, মানুষ ইচ্ছা করে দরিদ্র হয়ে থাকে না, সমাজ তাদের জন্য প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করতে পারে না বলেই তারা দরিদ্র থেকে যায়।
জাপানের এনএইচকে ওয়ার্ল্ড টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
দরিদ্র জনগোষ্ঠীর ওপর বিশ্বাস রেখে তাদের জন্য বিনিয়োগ বাড়াতে ধনিক ও ব্যবসায়ী শ্রেণীর প্রতি আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
`দ্য ফিউচার অ্যান্ড চ্যালেঞ্জেস অব বিওপি বিজনেস`` শিরোনামে এনএইচকে তার এশিয়ান ভয়েস প্রোগ্রামের আওতায় নোবেল শান্তিপুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারটি গ্রহণ করে। ড. ইউনূসের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) ও ফরাসি উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচালিত বেজ অব দ্য পিরামিড (বিওপি)র একজন করে প্রতিনিধি আলোচনা প্যানেলে অংশ নেন।
আলোচকরা জনসংখ্যা পিরামিডের নিচে ভিতের স্থানটিতে রয়েছে যে জনগোষ্ঠী, তাদের ওপরই আলোকপাত করেন। তাদের মতে যে কোনো ব্যবসার জন্য এখানেই সবচেয়ে বড় আকারের ক্রেতার অবস্থান। আলোচনায় উঠে আসে কোম্পানি ক্রেতার ক্রয় ক্ষমতা মাথায় রেখে তার পণ্য তৈরি ও বাজারে ছাড়বে সে প্রচলিত ধারণা থেকে বের হয়ে এসে মানুষের ক্রয় ক্ষমতা কীভাবে তৈরি করা যায় সেদিকটিতে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে তারা বিওপি বিজনেস মডেল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পক্ষেই মত দেন। ব্যবসা পরিচালিত পথেই দারিদ্র বিমোচনের উপায় দেখছেন তারা। এক্ষেত্রে তারা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার প্রচলিত সিএসআর মডেলের উল্টো পথে হাঁটার কথা বলেন।
তবে ড. মুহাম্মদ ইউনূস কোনো একক সমাধানের ওপর নির্ভর করে না থাকার পক্ষে মত দেন। তার কাছে জানতে চাওয়া হয় কোন পর্যায় থেকে বিওপি বিজনেস শুরু করা যায় এবং কীভাবে এর সাফল্য নিশ্চিত করা যায়। এর উত্তরে ড. ইউনূস বলেন, প্রথম দরিদ্রদের যে কোনো একটি চাহিদা বা প্রয়োজনকে বেছে নিতে হবে। ওই প্রয়োজনটিকে ঘিরে গড়ে তুলতে হবে ব্যবসা। যে কোনও পরিস্থিতি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, এক্ষেত্রে কোনো একক সমাধান নেই, আপনার কাজের মধ্য দিয়ে সমস্যা সমাধানের নতুন নতুন পথ বেরিয়ে আসবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- কাজটি শুরু করা। ঢাকার ভিক্ষুকদের সহায়তা দিয়ে গ্রামীণ ব্যাংক সফলতা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস বলেন, দরিদ্র জনগোষ্ঠীর ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, কারণ এটিই সঠিক পথ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১