ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

ইউটিউবে আন্দালিব পার্থের বক্তব্য: আলোচনার ঝড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
ইউটিউবে আন্দালিব পার্থের বক্তব্য: আলোচনার ঝড়

ঢাকা: ইউটিউবে ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর দেওয়া একটি বক্তব্য অনলাইন পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় সংসদে গত ২৬ মার্চ দেওয়া তার জ্বালাময়ী এ বক্তৃতা রাজনৈতিক মহলেও ঝড় তোলে।



বক্তৃতাটি sangsad.andalib এবং http://www.youtube.com/watch?v=ZWPDD1qoAL0 এ দুটি ঠিকানাতেই আপলোড করা হয়েছে।

গত দুই দিনে এ ভিডিওচিত্রটি সর্বাধিক হিটের তালিকায় উঠে আসে।

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী বিশেষ করে বাঙালিরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে ভিডিও চিত্রটি দেখছেন। যাতে জাতীয় সংসদে দেওয়া আন্দালিবের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ১১ মিনিট ২ সেকেন্ডের এ ভিডিও বক্তৃতায় সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদ্যুৎ সঙ্কট ও অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপসহ বিভিন্ন ইস্যুতে কড়া সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ।

ইউটিউবে দেওয়া এ বক্তব্য যে অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে তা ভিডিওচিত্রটির হিট থেকেই বোঝা যায়। তরুণ প্রজন্মের মাঝে ইউটিউব ব্যবহারের মাত্রা বেশি। আর এ বক্তব্য তারাই বেশি পছন্দ করছে। পছন্দের বিষয়টি ভিডিও চিত্রটি দেখে তাদের করা মন্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয়। এসব মন্তব্যে পার্থকে ডিজিটাল টাইগার, বাংলার রয়েল বেঙ্গল, তরুণ প্রজন্মের কা-ারিসহ বিভিন্ন বিশেষণ দিয়েছেন।

আর ক্রমেই বেড়ে  চলেছে এ ভিডিও ক্লিপটিতে হিটের সংখ্যা।

বাংলাদেশ সময় ২০১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।