ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

বৃহস্পতিবার ঢাকা আসছেন ভুটানের রাজা

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
বৃহস্পতিবার ঢাকা আসছেন ভুটানের রাজা

ঢাকা: ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক চার দিনের সফরে আগামী বৃহস্পতিবার ঢাকা আসছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতেই ভুটানি রাজার এ সফর।



পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র রাজার আসার সংবাদ নিশ্চিত করে জানায়, রাষ্ট্রাচার অণুবিভাগ থেকে রাজার সফরের বিস্তারিত কর্মসূচি তৈরি করা হচ্ছে।

২৪ মার্চ বেলা বারোটা ১০ মিনিটে রাজাকে নিয়ে ভুটানের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ২৮ মার্চ সকালে তিনি ঢাকা ছেড়ে যাবেন।  

রাজার সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার পরিবারের সদস্য ছাড়াও একজন মন্ত্রী থাকবেন।

ঢাকায় অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের রাজা ।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করবেন।

রাজাকে বাংলাদেশ সফরের জন্য মৌখিক আমন্ত্রণের পাশাপাশি এ বছরের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। ওই দিন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি থিম্পুর রাজপ্রাসাদে রাজার সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।