ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু বাহরাইনে এসএসসি পরীক্ষা

বাহরাইন: সারা দেশের মতো বাহরাইনেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এসএসসি)পরীক্ষা ২০১৭।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রথম দিন সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনের বাংলাদেশ স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ জন ছাত্র-ছাত্রী।

এদের মধ্যে নিয়মিত ২৫ ও অনিয়মিত ১২ জন ছাত্র ছাত্রী রয়েছে।

২ ফেব্রুয়ারি থেকে শুরু  হওয়া এই পরীক্ষা ২ মার্চ পর্যন্ত বাহরাইনের স্হানীয় সময় প্রতিদিন সকাল ৭টায় শুরু হয়ে ১০টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত।

এবার বিদেশের আটটি কেন্দ্রে এসএসসিতে অংশ নেবে ৪৪৬ শিক্ষার্থী। এদের মধ্যে ২৬১ জন ছাত্রী এবং ১৮৫ জন ছাত্র।

বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আমানউল্যা মোহাম্মদ সালেহ এবং স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াসউদ্দীন বাংলানিউজকে জানান, শিক্ষা বোর্ডের সকল নিয়ম কানুন মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ড. শারিজা আলী, নিসা মেনন, সাহিদা বেগম ও আসমাউল হুসনা।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ