ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

দেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন শেখ হাসিনা

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
দেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন শেখ হাসিনা বাহরাইনে যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সংবর্ধনা সভা

মানামা: সব বাধা পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি,সাফল্য আর উন্নয়নের ঝাণ্ডা উড়িয়েই বাংলাদেশকে গত তিন বছরে অগ্রযাএার এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা

শুক্রবার (২৭ই জানুয়ারি ) ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পরিচালনার তিন বছর পূর্তি উপলক্ষ্যে বাহরাইন আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (নারায়ণগঞ্জ-) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু

বাহরাইন যুবলীগের সাধার সম্পাদক মজিবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক  শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আল হুরা সনি আশরাফ হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মিজানুর রহমান

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকসংযুক্ত আরব আমিরাত যুবলীগের সভাপতি এম সাইফুল আলম বলেন, নানা উন্নয়নমুখী কর্মকাণ্ড ,বলিষ্ঠ ও অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব ও সাহসী কর্মকাণ্ড দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু , সাধার সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন বাবর, সাধার সম্পাদক এম এ হাসেম, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, সাধার সম্পাদক আমির হোসেন, যুবলীগ সহ সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মশু, লিয়াকত সিকদার, সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ, এম কালাম, হামিদ গাজী, ইসমাইল, সুমন শান্ত, ওবাইদুল রওশান, হাসেম জমাদ্দার, টুকু সরকার, ফজলুল হক তালুকদার, গিলমন হোসেন বাবু প্রমুখ

অনুষ্ঠানে নজরুল ইসলাম বাবু এমপি, এম সাইফুল আলম ও এস এম নিজামকে বাহরাইন যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ,বাংলাদেশ সমাজ, অনলাইনে আমরা মুজিব সেনা, শ্রমিক লীগ ও যুবলীগের বিভিন্ন র্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ