ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে জাতীয় শোক দিবস পালন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বাহরাইনে জাতীয় শোক দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: যথাযথ মর্যাদায় বাহরাইনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদ‍াত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় দূতাবাস চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল হালিম।

এদিন সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান ও সচিব (শ্রম) মহিদুল ইসলাম।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ