ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বরিশাল সমিতির ইফতার

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বাহরাইনে বরিশাল সমিতির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা (বাহরাইন): পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনের মানামায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি’।

বৃহস্পতিবার (০৯ জুন ) হুরার ডিসকভার ইসলাম কার্যালয়ে এ অন‍ুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান।

পরে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইউনিভার্সিটি অব বাহরাইনের কলেজ অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনের ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের অধ্যাপক  ড.  আবু জাফর মো. সুফিয়ান, উপদেষ্টা ও একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল এবং সমিতির প্রধান উপদেষ্টা শাহ আলম মীর বাহারকে সংবর্ধনা দেওয়া হয় ।

সমিতির যুগ্ম সম্পাদক দুলাল তালুকদারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন-বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন।

উপস্থিত ছিলেন-বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, ডিসকভার ইসলাম বাংলা বিভাগের সাধারণ সম্পাদক খ ম আশরাফ উদ্দীন, লিন্নাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, এম এ করিম, মিজানুর রহমান, আইয়ুবুর রহমান আকাশ, শরিফুল ইসলাম, নজির আহাম্মদ, মাজহারুল ইসলাম বাবু, আনিস মজুমদার, ইস্রাফিল আশিক, সেলিম মিয়া, মোয়াজ্জেম হোসেন সোকার্নো, মোকবুল হোসেন, মোস্তফা কামাল, হাজি আমির হোসেন, ফজলু তালুকদার, মো. নূরুল হক, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীন শিকদার, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খান, সিনিয়র সভাপতি কামরুজ্জামান রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্বি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ