ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বাহরাইনে সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাহরাইন: বাহরাইনে বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টায় মানামার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান সরকার।

সংগঠনের সাংঘঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন-সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাহরাইন বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সংগঠনের পৃষ্ঠপোষক সেলিম চৌধুরী, মোস্তফা খাঁন, উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, আলমগীর হোসেন, আজারুল হক মোল্লা, ব্যবসায়ী আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদ, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, তরুণ দল সভাপতি শাকিল মাহমুদ, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, জসিম উদ্দীন ভূঁইয়া, শাহাবুদ্দীন, নেয়ামত উল্যা ও সালাউদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ