ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বাহরাইন: বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. নজরুল ইসলাম(৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাহরাইনের স্থানীয় সময় সকাল ৭টায় হামাদ টাউনের লুজি এলাকায় এ দুঘটনা ঘটে।

নজরুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার আন্দিকোট এলাকার গাংগের কোট গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে।

তার  সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮০০৮৬২৯৬১। তিনি কালকিলিয়া কন্ট্রাক্টিং কোম্পানি নামে একটি কোম্পানিতে কারপেন্টারের (কাঠমিস্ত্রী) কাজ করতেন।

এ ব্যাপারে নিহতের আত্মীয় আল আমিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো নজরুল ইসলাম বৃহস্পতিবার কাজে যান। সেখানে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাঠে পেরাগ মারতে গেলে হাত ফসকে নিচে পড়ে যান। কোম্পানির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ