ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে স্বাধীনতা দিবস উদযাপন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বাহরাইনে স্বাধীনতা দিবস উদযাপন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা (বাহরাইন): বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

 

সম্প্রতি মানামার স্থানীয় একটি রেস্তোরাঁয় বাহরাইন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন বাহরাইন আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহজালাল ।

 হাকিম মৃধা ও মানিক হাসান মিলুর যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠ‍ানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল।
 বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদ(পূর্বাঞ্চলীয় প্রদেশ) সিনিয়র সহ সভাপতি কাজী আলী হায়দার,জাতীয় শ্রমিক লীগ বাহরাইনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক  রিয়াজুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খান, আবুল কালাম,জাহাঙ্গীর হাওলাদার,যুবলীগ সভাপতি মিজানুর রহমান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর কামাল, বঙ্গবন্ধু পরিষদ সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম,শ্রমিক লীগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আউয়াল শিকদার,রিপন দেওয়ান,মুক্তার হোসেন,জাহাঙ্গীর  আলা প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ