ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইন মহানগর আওয়ামী লীগের অভিষেক

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
বাহরাইন মহানগর আওয়ামী লীগের অভিষেক

বাহরাইন: বাহরাইনে আওয়ামী লীগ মানামা মহানগর শাখার অভিষেক হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে মানামার স্থানীয় ওরিয়েন্টাল প্যালেস হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নবগঠিত মানামা মহানগর কমিটির সভাপতি এম সালমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মানাম‍া মহানগরের সাধারণ সম্পাদক মো. আল আমীন ও প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালমান ছিলেন সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুবলীগের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিম,আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কবির হোসেন, নবীন লীগ সভাপতি মো. আজাদ, মানামা মহানগর আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান, উপদেষ্টা কফিলউদ্দিন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরান হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ঈমাম উদ্দিন নয়ন, জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বেলায়েত মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সুজন প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ