ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শরীয়তপুর প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বাহরাইনে শরীয়তপুর প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে শরীয়তপুর প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো. শেরে বাংলা শরীফের  সভাপতিত্বে সম্প্রতি মানামার স্হানীয় একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।
 
রাকিবুল ইসলাম রাকিব ও সালাউদ্দীন খান সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহজালাল, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, গোলাম কিবরিয়া খান, আবুল কালাম দরী, সামছুল হক মেম্বার, তোফাজ্জেল হোসেন মুন্না, আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম, জাহাঙ্গীর হাওলাদার, সুলতান খাঁন, মনির হোসেন মাল, সুলতান হাওলাদার, ছোরাব সিকদার, গোলাপ ফকির, আবুল বাশার ঢালী, নাসির হোসেন শেখ,শাহজাহান, রমজান মিয়া, তুহিন মালত ,লতিফ ব্যাপারী প্রমুখ।
 
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,আঞ্চলিক ও সামাজিক সংঘঠনের বি‍পুল সংখ্যক নেতাকর্মী ও  শরীয়তপুর প্রবাসীরা উপস্হিত ছিলেন।
 
অনুষ্ঠানে মো. শেরে বাংলা শরীফকে সভাপতি রফিকুল ইসলাম আকন্দকে সাধারণ সম্পাদক, সালাউদ্দীন খান সালামকে সাংগঠনিক সম্পাদক করে শরীয়তপুর প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ