ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

অমর একুশে

বাহরাইনে বাংলাদেশ স্কুল-দূতাবাস প্রীতি ফুটবল ম্যাচ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বাহরাইনে বাংলাদেশ স্কুল-দূতাবাস প্রীতি ফুটবল ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে অমর একুশে উপলক্ষে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
 
রবিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বাহরাইনের রাজধানী মানামার নিকটবর্তী জিদহাফস আল সাবাব ক্লাব ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।


 
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধান ও মিডিয়া স্পন্সর আরটিভির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচটির প্রাইজ স্পন্সর হিসেবে থাকছে বাহরাইন ফিনান্স কোম্পানি (বিএফসি)। খেলোয়াড়দের জার্সি স্পন্সর হিসেবে থাকছে আল সাফি রেন্ট এ কার ও ইব্রাহিম রেস্টুরেন্ট।

আয়োজকদের পক্ষ থেকে সব প্রবাসীদের স্বপরিবারে ফুটবল ম্যাচটি উপভোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সব দর্শনাথীদের জন্য খেলাটি উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬/আপডেট: ১১০৩ ঘণ্টা
আরএইচএস/এএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ