ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

ঈদে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস বন্ধ চারদিন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ঈদে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস বন্ধ চারদিন ফাইল ফটো

বাহরাইন: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাস চার কর্মদিবস (মোট ৬ দিন) বন্ধ থাকবে।

দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


 
তিনি জানান, ঈদুল আজহায় আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে ২৮ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। মাঝে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি থাকছে।

এরপর আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে দূতাবাসের নিয়মিত সব কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেডএস
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ