ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে ‘টাঙ্গাইল প্রবাসী সামাজিক ফোরাম’র অভিষেক

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
বাহরাইনে ‘টাঙ্গাইল প্রবাসী সামাজিক ফোরাম’র অভিষেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে ‘টাঙ্গাইল প্রবাসী সামাজিক ফোরাম’ নামে একটি সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় বাহরাইনের গুদাইবিয়া ইমপিরিয়াল হোটেলে এ অভিষেক উপলক্ষে এক  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মানিক হাসান মিলুর সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.বাড়িয়া তিতাস ইউনিয়নের সভাপতি মো. শাহজালাল।

এছাড়াও সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক মেম্বার, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি আলাউদ্দিন নুর, সহ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সুজন, শ্রমিকলীগ সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও গোলাম কিবরিয়া, আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম, শ্রমিক লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মুন্না, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, নবীনগর (বি.বাড়িয়া) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবুল বাশার, যুবলীগ সাধারণ সম্পাদক আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক ইস্রাফীল আসিক, টাঙ্গাইল প্রবাসী সামাজিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি সেলিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন আলা, শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক জানে আলম মিঠু, বাহরাইনি ওয়াহাদ ফারর্দান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ