ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বাহরাইনে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন: বাহরাইনে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ।

বুধবার (১৫ জুলাই) বাহরাইনের রাজধানী মানামার আল ওছরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় ও যুবলীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হাসেম, সিনিয়র সভাপতি মনজুর আহমেদ, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী সানোয়ার হোসেন কাসেম, ব্রাহ্মণবাড়িয়া তিতাস ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জিয়া পরিষদের সভাপতি এম বি জালাল উদ্দীন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ, এম এ কালাম, মামুন, সহ সভাপতি জিয়া উদ্দীন ভুঁইয়া স্বপন ও আল মাহমুদ ভুঁইয়া বাবু, যুগ্ম সম্পাদক শেখ মোস্তফা কামাল সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সোহেল মিয়া, দপ্তর সম্পাদক জাকের হোসেন, অর্থ সম্পাদক লিয়াকত, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান, শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলু তালুকদার, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আবুল হাসেম, বাছেদ মিয়া, দেলোয়ার মোল্লা, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মাহমুদ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইব্রাহীম প্রমুখ।
 ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি ও সমৃদ্বি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন শাখার নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ