ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু ছবি: প্রতীকী

বাহরাইন: বাহরাইনের আমওয়াজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল হোসেন (৩৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, ফয়সাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া এলাকার দিশাবন্দ গ্রামের বাসিন্দা ছিলেন।

তার বাবার নাম অহিদুর রহমান।

শুক্রবার (০৩ জুলাই) রাতে দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ৩০ জুন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং- ৮১০৬৫৩৮৩৪।

জানা যায়, ওই দিন আনুমানিক রাত ১০টার দিকে আমওয়াজ থেকে কাজ শেষে সাইকেলযোগে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন ও বন্ধুদের সূত্রে জানা যায়, পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ফয়সাল তিন বছর আগে ৫ লাখ টাকা ব্যয়ে বাহরাইনে আসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছেলে হারিয়ে কুমিল্লায় ফয়সালের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার (০৪ জুলাই) তার মরদেহ দেশে পাঠানো হবে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫ 
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ