ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা থেকে: পবিত্র মাহে রমজানে বাহরাইনে বাংলাদেশ কালচরাল অ্যান্ড সোস্যাল সোসাইটির (বাংলাদেশ সোসাইটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় ২৮জুন রোববার দেশটির  রাজধানী মানামার আল ওসরা রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইসলামী ফিন্যান্স বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর ফারুক, আহলি ইউনাইটেড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার, ইউনিভার্সিটি অব বাহরাইনের  সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল, সমাজসেবক ফয়সাল মাহমুদ চোধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন, স্কুলের অধ্যক্ষ  আমান উল্লাহ মো. সালেহ প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে গোলাম রব্বানী, প্রকৌশলী হুমায়ুন, শেখ মো. আব্দুল হান্নান, জহির উদ্দিন বাবর, আলাউদ্দীন নূর, প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, ফুয়াদ শান্তনু, মাজহারুল ইসলাম বাবু, মো. শাহজালাল, জয়নাল আবেদীন, এম এ করিম, এম এ সবুর, আকবর হোসেন, মাজহারুল হক নয়ন, আইনুল হক, আবুল বাশার, মিজানুর রহমান, আইয়ুবুর রহমান আকাশ, মুজিবুর রহমান ফজলু, খোকন মাহমুদ, আল আমিনসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ