ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইন আওয়ামী লীগের ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বাহরাইন আওয়ামী লীগের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইন শাখা আওয়ামী লীগ।

শুক্রবার (২৬ জুন) মানামার বাংলাদেশ সমাজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক নজির আহাম্মদ, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, আওয়ামী লীগ সহ-সভাপতি মন্জুর আহমেদ মন্জুর, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ সমাজের সাংগঠনিক সম্পাদক কাজী মুসা, বঙ্গবন্ধু পরিষদ সহ-সভাপতি মোস্তফা কামাল, যুবলীগ রাস-রোমান শাখার সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সোহেল, মনির সাগর, লিয়াকত, হাসেম জমদ্দার, আবদুল্লা আল মামুন, মুক্তার মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমাজ, অনলাইনে আমরা মুজিব সেনা, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ, শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা আবুল কাশেম পাটোয়ারী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ