ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
বাহরাইনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাহরাইন যুবদল ও জিয়া পরিষদ।

সম্প্রতি বাহরাইনের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাহরাইন যুবদল সভাপতি মোহাম্মদ আকবর হোসেন।

যুবদল বুসাইটিন শাখার সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিলেন যুবদল উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জিয়া পরিষদ সভাপতি এম বি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, যুবদল উপদেষ্টা আলাউদ্দিন ও আলম, সহ-সভাপতি জাবেদ হোসেন, কামাল বাবুল, নুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জিয়া পরিষদ হামাদ টাউন শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান, মুহাররক শাখার সভাপতি জাকির হোসেন, তুবলী শাখার সভাপতি বাহার উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাজান, জিদহাপস সাংগঠনিক সম্পাদক সালেক আহাম্মদ, সহ সাংঘঠনিক সম্পাদক আবদুল হক, হামাদ টাউন জাতীয়তাবাদী ঐক্যজোট সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বশির আহম্মেদ, তোফায়েল আহম্মেদ প্রমুখ।
 
আলোচনা সভায় নেতারা শহীদ জিয়ার বর্ণাঢ্য ও সফল রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ জিয়ার ভূমিকা, জিয়ার ১৯ দফা ইত্যাদি বিষয়য়ে আলোচনা করেন।
 
সভা শেষে জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মওলানা ইব্রাহিম।
 
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ