ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে আসতানা বিল্ডিং কনস্ট্রাকশনের যাত্রা শুরু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মে ৬, ২০১৫
বাহরাইনে আসতানা বিল্ডিং কনস্ট্রাকশনের যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাহরাইনে দুই বাংলাদেশি তরুণ উদ্যোক্তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত আসতানা বিল্ডিং কনস্ট্রাকশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় মানামায় নিজস্ব অফিসে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।



কামাল আহমেদ ও আলাউদ্দীন আহমেদ নামে বাংলাদেশি দুই তরুণ উদ্যোক্তা প্রতিষ্ঠানটির কর্ণধার।

উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন প্রকৌশলী মো. জাহাঙ্গীর তরফদার, আবুল বাশার, প্রকৌশলী এনামুল হক সরকার এনাম, কামরুল ইসলাম কামরান, শাহজালাল, আবুল কালাম, আইয়ুবুর রহমান আকাশ, বাচ্চু মিয়া, নাসির আহমেদ, সেলিম মিয়া, হাসিব ইমতিয়াজ, সেলিম রানা রোহান, আব্দুস সাত্তার খোকনসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

কামাল আহমেদ ও আলাউদ্দীন আহমেদ তাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সব প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ