ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

মুজিবনগর দিবসে বাহরাইন আ.লীগের সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মুজিবনগর দিবসে বাহরাইন আ.লীগের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাহরাইন আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নূর।

স্থানীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মানিক হোসেন মিলু ও সালমান জমাদ্দারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কয়েস আহমেদ, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, বাংলাদেশ ক্লাব সাবেক সভাপতি মহিউদ্দীন মহি, শ্রমিক লীগের সাবেক সভাপতি শামসুল হক মেম্বার, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস শ্রমিক লীগের সভাপতি মো. শাহজালাল, যুবলীগ সাধারণ সম্পাদক আবদুস সবুর, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বাংলাদেশ প্রবাসী ফোরাম সভাপতি আনিসুজ্জামান মজুমদার রাসেল ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন পাটোয়ারী, শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগ সহ-সভাপতি খালেদ শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, মো. হোসেন, হাকিম মির্জা, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা, যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, টাঙ্গাইল অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন, আব্দুর রহমান, সোহেল মাহমুদ প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ