ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

সরকারের পদত্যাগ দাবি বাহরাইন বিএনপির

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সরকারের পদত্যাগ দাবি বাহরাইন বিএনপির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: দেশ-জাতিকে সংকট থেকে রক্ষা করতে ‘জনদাবি’ মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বাহরাইন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় রাত ৯টায় বাহরাইনের রাজধানী মানামার একটি হোটেলে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় তারেক পরিষদ।

বাহরাইন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল সিরাজীর সঞ্চালনায় ও তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিনের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, উপদেষ্টা রফিকুল ইসলাম স্বপন, হামেদ কাজী হাসান, সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন, দপ্তর সম্পাদক শাহীন পাটোয়ারী, তারেক পরিষদের উপদেষ্টা হেলাল উদ্দীন খন্দকার, যুবদল সভাপতি মঞ্জুরুল আলম, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া, তরুণ দল সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, জাসাস সভাপতি আল আমিন, মানামা মহানগর বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি নুরুল ইসলাম, খালেদ শেখ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদ শেখ, সহ-সাধারণ সম্পাদক সুলতান হাওলাদার, রিফা শাখার সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী রিপন, এস এম  সুকার্নো, বাব আল বাহরাইন শাখার সভাপতি শাহীন মঈসাল, আব্বাস আলী খাঁন তারেক, মামুন হোসাইন, আব্দুল মালেক প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, পুলিশসহ প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সারাদেশ নৈরাজ্যের লীলাভূমিতে পরিণত করেছে।

তারা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ