ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ সোসাইটির একুশের আলোচনা সভা

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বাহরাইনে বাংলাদেশ সোসাইটির একুশের আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি এমএ সাঈদ।

মাজহারুল হক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বাহরাইন আওয়ামী যুবলীগের সভাপতি এমএ করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আহসান আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক ফুয়াদ শান্তনু, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, জয়নাল আবেদীন, আইনুল হক, আবুল বাশার, মোখলেছুর রহমান রানাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্তের কালিতে লেখা হয়েছিল বাংলার ইতিহাস, যা একই সঙ্গে বেদনার, অহংকার ও গৌরবের। তাই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে বাংলার প্রচলন আরও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ