ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বাহরাইন

বিজয় দিবসে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস ও স্কুলের কর্মসূচি

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বিজয় দিবসে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস ও স্কুলের কর্মসূচি

বাহরাইন: মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনস্হ বাংলাদেশ দূতাবাস বিজয় উৎসব আয়োজন করেছে । উৎসবের মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন,মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ পাঠ,প্রবাসী দিবস উপলক্ষে প্রবন্ধ পাঠ,রাষ্ট্রদূতের ভাষণ ও শহীদ স্মরণে বিশেষ মোনাজাত।



বাহরাইনের বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান সকল প্রবাসীকে এ আয়োজনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ১৭ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান কেফায়াত মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।

স্কুলের ছাত্র-ছাত্রী, পেট্রোন, অভিভাবক,দাতা সদস্য,স্কুল ম্যানেজিং কমিটির নেতারা ছাড়াও সংবাদমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ