ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে জেএসসি পরীক্ষা শুরু

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
বাহরাইনে জেএসসি পরীক্ষা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: দেশের সাথে একযোগে বাহরাইনেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফেকেট পরীক্ষা (জেএসসি)২০১৪।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে  ইংরেজি মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯  জন ছাত্র ছাত্রী।

এক জন অনিয়মিত ছাএ সহ এদের মধ্যে ১৩ জন ছাত্র এবং ১৬ জন ছাত্রী।

গত ২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের বিরোধিতায় জামায়াতে ইসলামীর  ডাকা হরতালের কারণে ২

ও ৩ নভেম্বরের পরীক্ষা দু’টো পিছিয়ে ৭ ও ১৪ নভেম্বর নির্ধারণ করা

হয় এবং দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের ঘোষিত পরীক্ষা নেয়ার সময় আগামী  ১৯ ও ২০ নভেম্বর করা হয় ।

বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আমানউল্যা মোহাম্মদ সালেহ  এবং স্কুলের চেয়ারম্যান কেফায়াত মোল্লা বাংলানিউজকে জানান শিক্ষা

বোর্ডের সকল নিয়ম কানুন মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে,ছাত্র ছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং মাধ্যমিকের মত

শতভাগ পাশ করে স্কুলের সুনাম অক্ষুন্ন রাখবে বলে তারা আশাবাদী।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১ম ও দ্বিতীয় দিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বাহরাইনস্থ বাংলাদেশ

দূতাবাসের সচিব মেহেদী হাসান। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ