ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনের ভিসা কার্যক্রম ফের চালু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
বাহরাইনের ভিসা কার্যক্রম ফের চালু

বাহরাইন: প্রায় ১০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাহরাইনের নতুন ভিসা জমা নেওয়ার কার্যক্রম ।

রোববার (০৯ নভেম্বর) থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হয়।

সোমবার (১০ নভেম্বর) সরেজমিনে দূতাবাসে গিয়ে ভিসা জমা কার্যক্রমে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকতে দেখা যায়।

ভিসা জমা দিতে আসা চট্টগ্রামের রহমত আলী বাংলানিউজকে বলেন, ভাইয়ের কাগজপত্রগুলো আনার পর ভিসা বন্ধ হয়ে যাওয়ায় খুব দুঃশ্চিন্তার মধ্যে ছিলাম, আর অল্প ক‘দিন পর মেডিকেলের সময় শেষ হয়ে যেতো, আজকে ভিসাটা জমা দিয়ে চিন্তামুক্ত হলাম ।

রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে জানান, ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যান্ড  মেনটেইনন্যান্স কোম্পানির (আইএসএমসিও) প্রতারণার শিকার শ্রমিকদের সুবিচার নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণে এবং পুরনো কিছু কাগজ জমা পড়ে যাওয়ায় সাময়িকভাবে কিছুদিন নতুন ভিসা জমা নেওয়া বন্ধ রাখা হয়। পুরনো সব কাগজ গত এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দেওয়া হয়।

এছাড়া, রোববার থেকে যথারীতি নতুন ভিসা জমা নেওয়া হচ্ছে এবং তা ২-৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ