ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
বাহরাইনে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

বাহরাইন: বাহরাইনের রিফাতে হার্ট অ্যাটাকে আবুল বাশার (৫০)নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার হার্ট অ্যাটাকে তিনি মারা যান।



আবুল বাশার কুমিল্লার নাঙ্গলকোটের গোপদুয়া গ্রামের নুর মিয়ার ছেলে। বাহরাইনে তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৬৪০৩১১৯১১ ।

আবুল বাশারের রুমমেট সেলিম বাংলানিউজকে জানান, বাশার সকাল ১১টায় বাথরুমে ঢুকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও  কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে মৃত বলে নিশ্চিত করে।

জানা যায়, আবুল বাশার দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। নিহতের লাশ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ