ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো মৎস্যজীবী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো মৎস্যজীবী লীগ

ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ায় দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে মৎস্যজীবী লীগ।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ওই কাউন্সিলেই মৎস্যজীবী লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর।

আরও পড়ুন>>>
***আ’লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেলো মৎস্যজীবী লীগ

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ