ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

উদ্বোধনের পর ২৫ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্চালনা করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া মঞ্চে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কমিটির সবাই।

সম্মেলন ঘিরে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির এবারের সম্মেলনে সাড়ে সাত হাজার কাউন্সিলর রয়েছেন। ২০ হাজারের মতো ডেলিগেটস অংশ নিয়েছেন। এছাড়া দলের নেতাকর্মী, সমর্থকসহ প্রায় ৫০ হাজারের বেশি অতিথি সমবেত হয়েছেন সম্মেলনস্থলে।

শুক্রবারের আনুষ্ঠানিকতা শেষ হলে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করা হবে।

এদিকে, সম্মেলনে সংহতি জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি ও মুজিবুল হক চুন্নু এবং অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসকে/এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ