ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

পুনরায় হাতীবান্ধা আ’লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক সোহাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
পুনরায় হাতীবান্ধা আ’লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক সোহাগ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় লিয়াকত হোসেন বাচ্চু সভাপতি ও মাহমুদুল হাসান সোহাগ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন শুরু হলে নেতাকর্মীরা সভাপতি সম্পাদক নির্বাচনে সম্মেলনে আগত অতিথি তথা জেলা নেতৃবৃন্দের ওপর দায়িত্ব অর্পণ করেন।

এরপর সাবেক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে সভাপতি ও সাবেক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি’র ছেলে মাহমুদুল হাসান সোহাগকে পুনরায় সম্পাদক হিসেবে ঘোষণা করলে সবাই সমর্থন জানান।

এরআগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।  

উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ, সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ