ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বরকলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বরকলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

রাঙামাটি: রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বরকল সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে বরকল সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরানের সঙ্গে নির্বাচনী প্রচারণা নিয়ে স্থানীয় যুবদলের নেতা হানিফের বাকবিতন্ডা হয়।

এ ঘটনার পর বুধবার ভোরে কে বা কারা বরকল সদরের কুরকুটিছড়িতে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় এক ব্যবসায়ীর দোকানও আগুনে পুড়ে যায়।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।

এ ব্যাপারে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর বাংলানিউজকে বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ