ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন শেখ হাসিনা’

ঝালকাঠি: ‘নিজের জন্য নয়, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে। আবারও ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলসহ গোটা দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়।’

রোববার (২৩ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামে নির্বাচনী পথসভায় ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নৌকা প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে পদ্মাসেতু ও পায়রা বন্দর।

ক্ষমতায় এলে ভবিষ্যতে দেশের আরও যুগান্তকারী উন্নয়ন হবে। এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকা মার্কায় ভোট চান।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দুলাল শরীফ, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

এছাড়াও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মহদিপুর ও দেউরি গ্রামে এবং নলছিটি উপজেলার দপদপিয়া ও ভরতকাঠি গ্রামে তার নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভায় আমির হোসেন আমু বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ