ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আওয়ামী লীগ

এলপিজি বোতলিং প্ল্যান্ট সবুজ কেন: সংসদীয় কমিটি 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এলপিজি বোতলিং প্ল্যান্ট সবুজ কেন: সংসদীয় কমিটি 

ঢাকা: এলপিজি বোতলিং প্ল্যান্টকে কেন লাল শ্রেণীভুক্ত থেকে সবুজ শ্রেণীভুক্ত করা হলো তার ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৪৫তম বৈঠক শেষে সাংবাদিকদের কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এ কথা জানান।  

তিনি বলেন, সংসদীয় কমিটির বৈঠকে আমাদের কাছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।

যে কারণে পরবর্তী বৈঠকে এই ব্যাপারে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করার জন্য বলা হয়েছে। কেন এলপিজি বোতলিং প্ল্যান্টকে লাল থেকে সবুজ শ্রেণীভুক্ত করা হলো সে বিষয়ে আমরা মতামত চেয়েছি।

সিলেটে যত্রতত্র পাথর উত্তোলন নিয়ন্ত্রণে ক্র্যাশিং জোন স্থাপনে শিল্প মন্ত্রণালয়ে একটি সিদ্ধান্ত আছে বলে জানান সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

তিনি বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে আমরা বলেছি প্রকৃতি ও পরিবেশের উপর যেন ক্ষতি না হয় এবং টুরিস্টদের ওপর যেন বিরূপ প্রভাব না পড়ে সেজন্য জাফলংয়ের দূরবর্তী একটি জায়গায় ক্র্যাশিং জোন স্থাপন করা যেতে পারে।

হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাবসহ ধলেশ্বরী নদী দূষণে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ।  

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নবী নেওয়াজ, ওয়ার্কাস পার্টির ইয়াছিন আলী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ