ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কাদেরের বক্তব্যে সোহরাওয়ার্দীতে জনসভা শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
কাদেরের বক্তব্যে সোহরাওয়ার্দীতে জনসভা শুরু সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জনতার ঢল/ ছবি: সুমন শেখ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেমেছে জনতার ঢল।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বক্তব্যের মধ্য দিয়ে বুধবার (৭ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জনসভার আনুষ্ঠানিকতা।

সমাবেশ শুরুর বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে।

নদীর নবস্রোত আজ সমাবেশস্থলে।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জনতার ঢল/ ছবি: জিএম মুজিবুরতিনি বলেন, ’৭১ সালের ৭ই মার্চ এই সবুজ চত্বরে ভাষণ দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ আজ সারা বিশ্বের সম্পদ। আমরা বাঙালিরা গর্বিত, আমরা আজকে অংহকার করে বলতে পারি এটা আমাদের দিবস।  

ওবায়দুল কাদের আরো বলেন, যারা ৭ই মার্চ মানে না তারা প্রকারান্তরে স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে।

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার রাজপথে সৃষ্ট দুর্ভোগের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আজকে ঢাকার মানুষের যে কষ্ট হচ্ছে সেজন্য আমরা দুঃখিত। এর আগে যেকোন সমাবেশ বা প্রোগ্রাম আমরা জনগণের কথা চিন্তা করে ছুটির দিনে করেছি। কিন্তু আজকে ৭ই মার্চ, তাই মূল প্রোগ্রাম আজকেই করতে হচ্ছে। এতে একটু জনদুর্ভোগ হলেও আওয়ামী লীগের পক্ষ খেকে ক্ষমাসুন্দর ও সহনশীল দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশে বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরইমধ্যে সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন দলের শীর্ষ নেতারা।

সকাল ১১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টার পর থেকে উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে।  

উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা।

** সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
** ৭ মার্চ নিয়ে মঞ্চে গান গাইলেন মমতাজ
** সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত


বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসকে/এসএম/এমএফআই/এসআইজে/এমএ/এএম/এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ