ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাঘারপাড়ায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বাঘারপাড়ায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত কর্মীসভা

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আখড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।  

এতে ধলগ্রাম ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলার আগড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।  

বিশেষ ছিলেন- ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সুভাষ কুমার দেবনাথ অবিরাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা, ফকর বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর আলম, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা তুলসী কুমার দে প্রমুখ।

রনজিৎ কুমার রায়ের একান্ত সচিব (এপিএস) তপন বিশ্বাস বাংলানিউজকে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রনজিৎ কুমার রায় তার নির্বাচনী এলাকা বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়ার প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা ও নারীদের নিয়ে উঠান বৈঠক শুরু করেছেন।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ