ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি নেত্রী প্রতিবারই আন্দোলন করে ব্যর্থ হয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বিএনপি নেত্রী প্রতিবারই আন্দোলন করে ব্যর্থ হয়েছেন বক্তব্য রাখছেন শাজাহান খান

মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেত্রী প্রতিবারই আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল সেটা বাস্তাবায়ন হয়নি।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর নাজিমউদ্দিন কলেজ মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি কখনোই সফলতা অর্জন করতে পারবে না।

আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ