ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নরসিংদীতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নরসিংদীতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদীতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌর ঈদগাহ কাউরিয়াপাড়া মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ