ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের ধাওয়ায় হোস্টেল ছেড়ে পালালো শিবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ছাত্রলীগের ধাওয়ায় হোস্টেল ছেড়ে পালালো শিবির

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ছাত্রলীগের ধাওয়া খেয়ে পালিয়েছে ছাত্র শিবিরের কর্মীরা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হোস্টেলের কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে শিবির কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেন ছাত্রলীগ কর্মীরা।  

হোস্টেলের একাধিক শিক্ষার্থী জানান, কলেজের ইন্টার্ন হোস্টেলের কয়েকটি কক্ষ দখল করে রেখেছিল শিবির কর্মীরা।

ওই কক্ষগুলোর দখল নিতে গিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে টিকতে না পেরে শিবির কর্মীরা হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা শিবিরের দখলে থাকা হোস্টেলের পাঁচটি কক্ষই দখল নেয়। ঘটনার পর ক্যাম্পাস এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, হলের রুম দখল নিয়ে ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।  

তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এনইউ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ