ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাদী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
খুলনা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাদী আর নেই

খুলনা: খুলনা জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমু‌রিয়া উপ‌জেলার সা‌বেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদী (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রোববার (২৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে স্কয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় হৃদ‌রো‌গে আক্রান্ত তিনি ইন্তেকাল করেন। এর আগে শনিবার (২৫ নভেম্বর) দুপুরে খুলনা থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলনা জেলা আ’লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বাংলানিউজকে জানান, গাজী আব্দুল হাদীর মরদেহ খুলনায় আনার প্রক্রিয়া চলছে। কখন কোথায় জানাজা ও দাফন করা হবে তা পরবর্তীতের জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন। তাকে দ্রুত সময়ের মধ্যে স্বজনরা খুলনার ফরটিস হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ