ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নবীনগরে আ’ লীগ নেতা স্বপ্না হত্যার ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
নবীনগরে আ’ লীগ নেতা স্বপ্না হত্যার ঘটনায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৪০) হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন-নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে সাঈদ (৩৫) ও একই ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে আবু জাহের (৩২)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান,  আবু জাহেরকে শনিবার (২৫ নভেম্বর) দিনগত রাতে জিনোদপুর থেকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় সাঈদকে।  

এর আগে বুধবার (২২ নভেম্বর) রাতে স্বপ্নাকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই স্বপ্নার ভাই আমির হোসেন সাতজনের নামে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ