ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা লক্ষ্মীপুরে জেলা যুবলীগের আয়োজিত বর্ধিত সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ ভূঁইয়া, সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া প্রমুখ।

সভায় আসন্ন জেলা যুবলীগের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ