ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নাগরিক সমাবেশে মানুষের ঢল, জয় বাংলা ধ্বনিতে মুখরিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নাগরিক সমাবেশে মানুষের ঢল, জয় বাংলা ধ্বনিতে মুখরিত  সমাবেশে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: একাত্তরে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে সকাল থেকেই জনতার ঢল নেমেছে। 

রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়া ঢাকার আশপাশের নানা এলাকা থেকে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে এসব মানুষের মুখে ছিল একাত্তরের সেই বিখ্যাত ‘জয় বাংলা’ স্লোগান।

তাদের স্লোগানে সমাবেশ স্থল মুখরিত হয়ে ওঠেছে।  

শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে অবস্থান করে এমনটাই দেখা গেছে।  

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুসজ্জিত পোশাকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হচ্ছেন। প্রতিটি প্রবেশ পথে উপচে পড়া ভিড় দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও এরই মধ্যো কানায় কানায় ভরে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।  

সোহরাওয়ার্দী ছাপিয়ে মানুষের ছাপ গিয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও। মূল মঞ্চে মাইকে অনবরত চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।  

সমাবেশে আসছেন নেতাকর্মীরা।  ছবি: বাংলানিউজসমাবেশস্থলে জড়ো হওয়া মানুষের হাতে লাল-সবুজের পতাকা ও বিভিন্ন সংগঠনের প্রতীকও তুলে ধরতে দেখা যায়। কেউ বা আবার নিজেদের পছন্দের নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনও তুলে ধরছেন হাতে।  

নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
 
এদিকে নাগরিক সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে দেখা গেছে। সমাবেশস্থলে প্রবেশ করা ছাড়াও বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের দফায় দফায় তল্লাশি করা হচ্ছে।  

সমাবেশে যোগ দেওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী আসাদ মিয়া বলেন, অনেকটা উৎসবের আমেজেই সমাবেশে এসেছি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্ব স্বীকৃতি পেয়েছে। বাঙালি হিসেবে এ নিয়ে আমি গর্বিত। দল মত নির্বিশেষে এ অর্জন সবার।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ