ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কেশবপুরে সন্ত্রাসী হামলায় জেলা আ’লীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কেশবপুরে সন্ত্রাসী হামলায় জেলা আ’লীগ নেতা আহত হাসান আলমগীর

যশোর: যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী হাসান আলমগীর আহত হয়েছেন। 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের বাক্স পট্টিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসান আলমগী। পরে বেলা ১২টার দিকে নামাজের প্রস্তুতি নিতে তিনি বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চিংড়া মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রনিধির মদদপুষ্ট হাতুড়ি বাহিনীর সদস্যরা তাকে ধরে বাক্স পট্টিতে নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ সময় তার হাতের স্বর্ণের আংটি, বেশকিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় বিকেলে পার্টির মিটিং ডেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ