ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

মানিকগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজন করে।

অনুষ্ঠ‍ানে প্রধান অতিথি ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ব্যাপারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, প্রাক্তন মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল ও সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ