ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

‘মীমাংসিত বিষয়ে প্রধান বিচারপতি বিতর্ক তৈরি করেছেন’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
‘মীমাংসিত বিষয়ে প্রধান বিচারপতি বিতর্ক তৈরি করেছেন’ আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: মীমাংসতি বিষয় নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিতর্ক সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ।

শনিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস’ স্মরণে শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধান বিচারপতি আপনি শপথ নিয়েছেন যে, কোনো রাগ-অনুকম্পা-অনুরাগের বর্শবর্তী হয়ে বিচারের রায় আপনি দেবেন না। আপনি শপথ নিয়েছেন সংবিধান সমুন্নত রাখাতে। আপনি সংবিধানের সেই মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয় মীমাংসিত বিষয়। এ বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। ’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হবে। অনেকেই থাবা দিচ্ছে এ সরকারের বিরুদ্ধে আদালতে কোনো একটা ব্যবস্থা নিতে। কিন্তু আমরা বলে দিতে চাই, পূর্ণ মেয়াদকাল পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে। বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে নানা সময় আন্দোলন করেছে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়ে এখন অশুভ পথ বেছে নিয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ তা রুখে দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। ’

শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাধনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের- প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসেকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ