ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদার আঁচলের নিচেই জঙ্গির আশ্রয়: ড. হাছান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
খালেদার আঁচলের নিচেই জঙ্গির আশ্রয়: ড. হাছান মাহমুদ

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আঁচলের নিচেই জঙ্গির আশ্রয়-প্রশ্রয়৷ আর বিএনপি-জামায়াত নেতারাই তাদের পৃষ্ঠপোষক৷

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন৷

এ সময় হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীকে নিয়ে যে শুধু বিষোদগার করেন তাই নয়, প্রধানমন্ত্রী নাকি মিথ্যা কথা বলেন, এমন কথাও ফখরুল বলেন৷ লোকে বলে মির্জা ফখরুল নিজেই মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা ফখরুল হয়ে গেছেন। কারণ, ক্রমাগত মিথ্যাকথা বলায় তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন, সে কারণেই তিনি এখন দলটির ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত মহাসচিব হয়েছেন৷ তিনি বিএনপির অতীতের সব মহাসচিবের মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, জনগণের কাছে জামায়াতের রাজনীতি এখন চোরাবালিতে পরিণত হয়েছে৷ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বর্তমানে হরকাতুল জেহাদ, জেএমবিসহ বিভিন্ন নামে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে৷ এসব জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে বিএনপি নেতারা এবং জোট নেত্রী খালেদা জিয়া৷

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমন সময় হত্যা করা হয়েছিল যখন দেশের উন্নয়নের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ; দেশ স্বাধীনের ৪৪ বছর পরে এসেও যা অর্জন করা সম্ভব হয়নি৷ আমরা যে মালয়েশিয়া, সিঙ্গাপুরের গল্প শুনি আজ থেকে অনেক আগেই বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতো৷
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ, মুখপাত্র হাবিবুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগ নেতা ফয়জুদ্দিন মিয়া, এমএ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ