ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেট শ্রমিক লীগ নেতা জাকারিয়া বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সিলেট শ্রমিক লীগ নেতা জাকারিয়া বহিষ্কার

সিলেট: সিলেট শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়াকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় এ বহিষ্কার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মহানগর শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে এবং বিভিন্ন সময় দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মহানগর শ্রমিক লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ